মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুর হাটে প্রশাসনকে তোয়াক্কা না করে অবাধে চলছে অতিরিক্ত টোল আদায়। কিন্তু, প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করছেন না।
শনিবার (১৪ ডিসেম্বর) ওই হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাট ইজারাদার সারওয়ার নূর লিয়ন তার লোক দিয়ে এ টোল আদায় করছেন।
সরকারী নিয়মানুযায়ী, গরু প্রতি ২'শ ৩০ টাকা, ছাগল ৯০ টাকা টোল আদায় করতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু, ইজারাদার নিয়মনীতি না মেনে গরুপ্রতি ৩০০ ও ছাগলপ্রতি ১৬০ টাকা এবং প্রতিটি সাইকেল ক্রেতার কাছে ২৫০ টাকা ও বিক্রেতার কাছে ২০০ টাকা আদায় করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইজারাদারের নিযুক্ত টোল আদায়কারী বলেন, আমাদের কিছু করার নেই। ইজারাদার যেভাবে বলেছেন, সেভাবে টোল আদায় করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানকে একাধিক বার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।