হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
বাগেরহাটে ঊনআশি এস,এস,সি ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে বন্ধু স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ব্যতিক্রম এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। হেমন্তের সন্ধ্যায় কনকনে শীত উপেক্ষা করে শুক্রবার বাগেরহাট পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানে বন্ধুদের উপচে পড়া ভিড় ছিল। ব্যতিক্রম স্মৃতিচারণ অনুষ্ঠানে ছিলনা কোন সভাপতি ও প্রধান অতিথি। ধনী-গরীব ভেদাভেদ ভুলে এখানে সকল বন্ধুই ছিল সমান। সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রয়াত বন্ধুদের মৃত্যু এবং জীবনের স্মৃতি নিয়ে এলিজি প্রকাশ করা হয়। এসময় স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত প্রয়াদ বন্ধুদের পরিবারের সদস্য এবং উপস্থিত সকল বন্ধুদের হাতে এলিজি কপি প্রদান করা হয়। জেলা জজ আদালতের পিপি মনজুর মোরশেদ লালনের চঞ্চালনায় প্রয়াত বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করা বন্ধুরা হলেন, কমরেড ফররুখ হাসান জুয়েল, এস,এম,আরিফ, প্রভাষক সুয়শ মন্ডল, কটেক কর্মকর্তা রুবেল, প্রয়াত চঞ্চলের একমাত্র পুত্র মাহিন হাসনাত সাথিল,প্রভাষক রফিকুজ্জামান সাহিন,প্রয়াত খালিদ তালুকদারের একমাত্র ছোট ভাই টুটুল তালুকদার, আনারুল পিন্টু,এডভোকেট শহিদুল ইসলাম, মুকিতুল কবির,কাজী গোলাম আকতার ফুন,অধ্যাপক ফারুক, সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, তালুকদার আমিনুর রহমান মিন্টু,মোঃ হাসিব বিশ্বাস, বন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার নায়ক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাদেম নিয়ামুল নাছির আলাপ প্রমুখ। স্মৃতিচারণ অনুষ্ঠানের পূর্বে বাগেরহাট খান আলী দরগা জামে মসজিদে জোহর নামাজ বাদ প্রভাত বন্ধুদের স্মরণে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।মিলাদ ও দোয়া মোনাজাত শেষে দরকার পাশে অবস্থিত ইয়াতিমখানায় ইয়াতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।