কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
কুড়িগ্রামেট রৌমারীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ আলম মিয়া (২৪)কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪০ রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মোঃ আলম মিয়া(২৪) নামে এক মাদক কারবারিকে ব্যক্তিকে ৫১ পিস ইয়াবা সহ রৌমারী টেংরাপাড়া এলাকার থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উক্ত বিষয়ে রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।