প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৫:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভ ও কবরে পুষ্পমাল্য অর্পন।
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:-
আশাশুনিতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) ভূমি রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ আঃ করিম, সিরাজুল ইসলাম, আকবর আলী, আতিয়ার রহমান, নুরুল ইসলাম প্রথমে কেয়ারগাতিতে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন। এখানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার-হানাদারদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
পরে একই গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও শহীদ আবুল হোসেনের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত