প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ
আশাশুনির দক্ষিন চাপড়ায় বিদেশ প্রবাসির বসতবাড়ী প্রকাশ্যে ভাংচুর, ভিটামাটি কেটে পথের নামে জবর দখলের অভিযোগ।
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:-
আশাশুনির দক্ষিন চাপড়ায় বিদেশ প্রবাসির বসতবাড়ী প্রকাশ্য দিবালোকে ভাংচুর করত ঘরের ভিটামাটি কেটে পথের নামে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামে। সরজমিনে ঘুরে জানাগেছে, সোহরাব আলী সরদারের বড় পুত্র নুরুল ইসলাম দীর্ঘ ২০২৫ বছর পূর্ব থেকে পিতার পৈত্রিক ভিটার ২ শতক জমি নিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে ওই ২ শতক জমি পিতার নিকট থেকে দলিল মূলে শর্তবান হন। এরপর একে একে বসতবাড়ির আশপাশে ১৬ শতক জমি ক্রয় করে স্বর্তবান হন। এছাড়া নরুল ইসলামের একমাত্র পুত্র নুরনবী অরপে খোকনের নামে ৩ শতক জমি ক্রয় করে মোট ২১ শতক জমি মালিক হন। কিন্তু আরএস ৯৯৬ খতিয়ানে বাড়ী শ্রেনীভূক্ত ২৬৯০ দাগে ১৫ শতক জমি নুরুল ইসলামের নামে রেকর্ড হয়েছে। আনুমানিক ৭/৮ বছর পূর্বে নরুল ইসলাম মৃত্যুবরন করেন। সে থেকে তার একমাত্র পুত্র নুরনবী অরপে খোকন সরদার, স্ত্রী ও কন্যারা বসবাস করে আসছে। এরই মধ্যে খোকন সরদারের চাচা, চাচাতো ভাই সহ তাদের পরিবারের লোকজন সময় অসময় তাদেরকে উচ্ছেদ, মারপিট, হুমকি ধামকি অব্যহত রেখেছে। এ নিয়ে বহুবার গ্রাম্য শালিস, মামলা ও থানা পুলিশ করেও কাজের কাজ কিছুই হয়নি। খোকন সরদার রোজগারের সন্ধানে বিদেশ পাড়ি দেয়ায় বাড়ীতে তার মাতা, স্ত্রী ও ১ বোন বসবাস করে। বাড়ীতে পুরুষ শুন্য হওয়ার সুযোগে শনিবার সকাল ৮ টার দিকে খোকনের চাচা আমিরুল ইসলাম বাবুল, তার পুত্র শিশির ও এনি, মিজানুর রহমান ও পুত্র আবির হোসেন ও জাকির হোসেন, নুরজাহান, শাহিনুর সহ তাদের পরিবারের লোকজন দলবদ্ধ হয়ে দা, লাঠি, কোদাল নিয়ে খোকনের বসতভিটার সৌচাগার ভাংচুর করে ত্রাস সৃষ্টি করে।
এতে খোকনের মা, স্ত্রী ও বোনেরা ভীত সন্ত্রোস্ত হয়ে পড়ে। এক পর্যয়ে তারা খোকনের বসতভিটার মাটি কেটে পথের নামে মৃত. নুরুল ইসলামের নামীয় জমি পথের নামে জবর দখল করে। বিদেশ প্রবাসী খোকনের বোনেরা থানা পুলিশে মুঠো ফোনে খবর দিলে লিখিত আবেদন করার জন্য বলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোকনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে। এ ব্যাপারে খোকনের পরিবার নিপত্তাহীনতায় ভূগছে। তারা পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত