Crime News tv 24
ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের প্রতি দিনাজপুর অটো রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন।

admin
ডিসেম্বর ১৬, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:-

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান।


পরে বালুবাড়ি জোড়া ব্রিজ সংলগ্ন নিজস্ব কার্যালয়ে তারা সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সংগঠনের সহসভাপতি মো. আব্দুর রহিম বলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম তহিদুল ইসলাম শানু ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এছাড়া ইয়াসমীন হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হোন সংগঠনের আরেক কর্মী সিরাজুল ইসলাম। তিনি বলেন জনগণের প্রতিটি লড়াই সংগ্রামে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা যুক্ত ছিল, ঠিক যেভাবে মুক্তিযুদ্ধে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকরাও যুদ্ধ করেছে। এসময় তিনি আরও বলেন প্রতিটি অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের সংগঠন সবসময় প্রতিবাদ ও লড়াই করে যাবে। এসময় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদের প্রতি কোন অপমান আমরা মেনে নিব না।

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক আরমান আলী ও অর্থসম্পাদক হবিবর রহমান।

এর আগে একটি শোভাযাত্রা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে তারা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।