সুজন আহমেদ নিজস্ব প্রতিবেদক:-
মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে অদ্য ১৬ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান এবং পুলিশের সকল পদমর্যাদার সদস্যের পরিবারবর্গে মধ্য বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় মিসেস আফসানা ইয়াসমিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বাচ্ছা ও অভিভাবকদের স্বাগত জানিয়ে বলেন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিশুদের ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ পুনাকের মূল উদ্দেশ্য নয়, প্রত্যেকে সে তার নিজস্ব প্রতিভায় নিজেকে গড়ে তুলে সোনার বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে এটাই লক্ষ্য।
পুনাক সভানেত্রী বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), চুয়াডাঙ্গার মাধ্যমে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতে বাচ্চাদের নিয়ে বড় পরিসরে পুনাক, চুয়াডাঙ্গা কাজ করতে চাই। শিশুদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিচারকমন্ডলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মিসেস নাহিদা আক্তার, সহ-সভানেত্রী, পুনাক, চুয়াডাঙ্গা; মিসেস সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গাসহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার অন্যান্য সদস্যগন।