মোঃ আব্দুল গফুর শিকদার ভোলা জেলা প্রতিনিধি:-
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব পাঠান মোঃ সাইদুজ্জামান, উপজেলা , সভাপতি
বিএনপি, মনপুরা, ভোলা । উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান তাওহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা, মনপুরা ভোলা ।উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মনপুরা, ভোলা ।উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মনপুরা, ভোলা ।
উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোঃ আমিনুল ইহসান জসিম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মনপুরা, ভালো ।
উপস্থিত ছিলেন জনাব মিনু চৌধুরীর, ভোলা জেলা বিএনপির মহিলা দলের সহ-সভাপতি, মনপুরা,ভোলা।
আজকে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব মাওলানা মোঃ মফিজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম, মনপুরা, ভোলা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা জনাব মোঃ মাহতাব উদ্দিন, মনপুরা, ভোলা। উপস্থিত ছিলেন মিজ শম্পা রানী দাস তথ্য সেবা কর্মকর্তা মনপুরা,ভোলা ।
আজকে সভায় সভাপতিত্ব করেন জনাব পাঠান মোঃ সাইদুজ্জামান উপজেলা নিবার্হী অফিসার মনপুরা ভোলা বক্তব্য প্রদান করেন।
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আনতে পেরে আমি কৃতজ্ঞ। ১৯৭১ সালে আমার জন্মও হয়নি আমি শুনেছি বাবা চাচাদের কাছে আজ আপনাদের স্মৃতিচারণ মূলক বক্তৃতা শুনে আমি সত্যি বাকরুদ্ধ কি বলবো কি সান্তনা দেব আপনাদের আমি বুঝতে পারছি না। নয় মাসে রক্ত খুজঁই যুদ্ধে আপনারা তখন ছিলেন টকবকের তরুণ দেশমাতৃকার টানে শত্রু হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে করেছেন শত্রুমুক্ত আমাদের করেছেন ঋণী আপনাদের এই ঋণ কখনোই শোধ ভার নাই। আজকে আমরা যারা কর্মকর্তার চেয়ারে বসে আছি যদি আপনারা সেদিন যুদ্ধ না করতেন দেশকে স্বাধীন না করতেন আজকে এই চেয়ারে আমরা বসতে পারতাম না আমরা পেয়েছি একটি দেশ একটি পতাকা বিশ্বের বুকে একটি মানচিত্র,বাংলাদেশ! আপনাদেরকে সংবর্ধনা দিতে পেরে মনপুরা উপজেলা প্রশাসন ধন্য হলো আজ আপনাদের ত্যাগ প্রতীক্ষা ও আত্মত্যাগ যেন আমরা অন্তরে ধারণ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ ।