বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি:-
১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবসউপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা সেক্রেটারী সানাউল্লাহ, বুড়িচং উপজেলা শাখার সভাপতি মহিব্বুল্লাহ,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের আমীর মোঃ তাজুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মদ সুজন চৌধুরী, ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা শাখার সেক্রেটারী ইমরান বিন কাউছার ও ইছাপুরা দাখিল মাদরাসার সুপার মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।