হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেছেন, বিগত দিনে আমরা দেখিছি ফ্যাসিস্ট সরকারের এসপি ডিসি রথ যাত্রা উদ্বোধন করেছে আর ১৪৪ ধারা জারি করে তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছে। এরা ইসলামের দুসমন। সোমবার(১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এবাদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আ্দুল আলিম এ কথা বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাদের মহান স্বাধীনতাকে প্রকৃত অর্থে অর্থবহ করতে এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে ২০২৪ সালে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। ছাত্র-জনতার এই অভ্যুত্থানের চেতনা ও আদর্শকে সামনে রেখে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওঃ শাহাদাৎ হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা মোঃ মাকসুদ আলী খান, ১৬নং খাউলিয়া ইউনিয়ন শাখার আমীর মোঃ আঃ ওয়াদুদ আকন, সেক্রেটারী মোঃ শহীদুল ইসলাম, সন্ন্যাসী পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ তালেবুল্লাহ শিকদার, সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব সিকদার প্রমুখ।