রাণীশংকৈল ( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-
মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানান কর্মসুচী পালন করছে জেলা প্রশাসন। দিবসটি পালনে আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধাণ প্রধান সড়ক ঘুরে জেলা স্কুল বড়মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে দিনের কর্মসুচির সুচনা করেন। আইনশৃংখলা বাহিনীসহ সর্বস্তরের মানুষ জাতীয় পতাকাকে ছালাম প্রদর্শন করেন। পরবর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন বড়মাঠে আয়োজিত তিনদিন ব্যাপি বিজয় মেলায় অংশ নেয়া বিভিন্ন পন্যের স্টল সাজানো অর্ধশত দোকান প্রদর্শন করেন।
এছাড়াও দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে।