আমির হোসাইন,স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, থ্রী পিস, পায়জামা, মকমল ও থান কাপড় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসার পর নৌকা যোগে পাচার করার সময় সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক অভিযানে একটি স্টিল বডি নৌকাসহ এসব অবৈধ মালামাল আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত ভারতীয় কাপড়ের আনুমানিক মূল ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
আজ ১৬ ডিসেম্বর সোমবার সাড়ে ৫ টার সময় সুনামগঞ্জ সদরের পশ্চিম হাজীপাড়া এলাকায় সুরমা নদী থেকে এসব মালামাল আটক করে সুনামগঞ্জ-২৮ বিজিবি সদস্যরা।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির সংবাদ’কে বলেন, ভারতীয় এসব অবৈধ পণ্য ভারত থেকে চোরাই পথে এনে পশ্চিম হাজীপাড়া এলাকায় সুরমা নদীতে নৌকা লোড করে পাচারের প্রস্তুতি নিচ্ছে চোরাকারবারিরা। এমন একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইসমাইল রহমানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে স্টিল বডি নৌকাসহ এসব মালামাল আটক করে। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।