নিজস্ব প্রতিবেদকঃ অনুসন্ধান পর্ব -০১
প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশাকরি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে শহরে গ্রামে পারা মহল্লায় যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পরছে, আর যে সকল যুবক মাদকাসক্ত হয়ে পরছে তাঁরা এই মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পরছেন এমন কি, এই মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে নিজের মা বাবা কে মারধর থেকে শুরু করে কোথাও কোথাও হত্যাও করা হয়েছে, তাই আপনার আমার সন্তান কে ছোটভাই কে,আত্মীয় স্বজনকে এই ভয়ানক মাদকের হাত থেকে রক্ষা করতে হবে, যদি আমরা আমাদের সন্তান কে রক্ষা করতে না পাড়ি তাহলে দংশ হয়ে যাবে আপনার আমার সুখের সংসার নষ্ট হয়ে যাবে আমাদের সমাজ, তাই সকলে মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে, যদি দেখেন আপনার চোখের সামনে কেউ মাদক বিক্রি করছে তাহলে সাহস করে তাকে ধরে ফেলুন এবং পুলিশের হাতে তুলে দিন, দীর্ঘ প্রায় ৩/৪ বছর ধরে শুনে আসছি কাঠালিয়া থানার পাটিখালঘাটা ইউনিয়ন এর নেয়ামত পুরা গ্রামের কুয়াশা বাজারে মনির পিতা হারুন অর রশীদ বাদশা মাদকের ব্যাবসা চালিয়ে আসছে, সেঔ সুত্র ধরে সামাজিক সংগঠন মাদক বিরোধী শক্তি দীর্ঘ ৬ মাস অনুসন্ধান চালিয়ে সত্যতা নিশ্চিত হয়েছে ঘটনা সত্যি এই মনির মাদকের ব্যাবসা করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে নামে বেনামে ক্রয় করেছেন জমি, আর এই মনির এর মূল ডিলার হচ্ছেন ভান্ডারিয়া থানার কবির খা, কবির খার সম্পর্কে অনুসন্ধান করে জানা যায় সে এই মাদকের ব্যাবসা করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে নিজের বাড়িতে একটি ৪ তালা বিলাসবহুল বিল্ডিং করেছেন প্রায় ২ কোটি টাকা খরজ করে, গোপনে কবির খার গ্রামের আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করলে কয়েকজন মুসুল্লি জানান দুই-একদিন পরে পরে ফজরের নামাজের সময় কবির খা অপরিচিত লোকের সাথে বাড়ির সামনে মসজিদের পাশে দাড়িয়ে ২/১ মিনিট কথা বলে লোক চলে যায় যাবার সময় কবির খা কে কখনো ২ টি কখনো ৩/৪ টি কাটুন দিয়ে যায়, এই কবির খা এবং মনিরের বিষয় খোঁজ নিয়ে জানাযায় এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান আছে, তাই আমি মাদক বিরোধী শক্তি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে পিরোজপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় কে অনুরোধ করবো কবির খা এবং মনির কে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য অথবা মাদক বিক্রি করার সময় যদি পাবলিক ধরতে পারে সেই জন্য সার্বিক সহযোগিতা করা, এই দুই মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করতে পারলে, মাদক মুক্ত হবে, রাজাপুর উপজেলা।
ভান্ডারিয়া উপজেলা, কাঠালিয়া উপজেলা,মঠবাড়িয়া উপজেলা, বামনা উপজেলার লক্ষ লক্ষ যুব সমাজ রক্ষা পাবে ভয়ানক মাদকের হাত থেকে, কবির খা এবং মনির এর মাদক ব্যাবসার অনেক তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে এখন শুধু ওদের দেখা মাত্র ধরে প্রশাসনের হাতে তুলে দেয়া, তাই সকল সচেতন নাগরিক সোচ্চার হয়ে এদের দেখা মাত্র ধরে প্রশাসনের হাতে তুলে দিন।