সুজন আহম্মেদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:-
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শৈলকুপায় বই মেলার আয়োজন করে পথ প্রকাশন। উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলায় স্থানীয় উৎপাদিত চারকারু পন্যের সাথে বই মেলায় ছিল বাড়তি আকর্ষণ।
মেলায় আগত দর্শনার্থীরা নতুন বইয়ের পাতা উল্টে পাল্টে বইয়ের গন্ধ নিতে পেরে আনন্দিত হয়। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ বই নেড়ে চেড়ে দেখে এবং বই কিনে ঘরে ফেরে। বইমেলা কেন্দ্র করে স্থানীয় কবি সাহিত্যিকদেরও আড্ডা জমে ওঠে স্টলটিতে। মাগুরা থেকে এসেছিলেন লেখমালা সম্পাদক কবি মামুন মুস্তাফা, কবি বঙ্গরাখাল, কবি রণভী শের, কবি বায়েজিদ চাষা প্রমুখ।
এ বছর বিজয় দিবসের আয়োজন ছিল একেবারেই সীমিত। প্রতিবছর কলেজ মাঠে পুলিশ, আনসার ভিডিপি, স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিস্পেলে, খেলাধুলা আগত দর্শনার্থীদের আনন্দ দিলেও এ বছর কোনো আয়োজন না থাকায় আগত শিশু কিশোররা হতাশ হয়। সেখানে বই মেলা কিছুটা হলেও তাদের আন্দোলিত করে। মেলায় আগত শৈলকুপার কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ খান নুন মেয়েকে নিয়ে এসেছিলেন অনুষ্ঠান দেখতে। বিজয় দিবসের আয়োজনটি দেখে তিনি হতাশ হলেও বইয়ের স্টলে এসে তিনি কিছুটা আশ্বস্থ হন। নেড়ে চেড়ে বই দেখেন এবং মেয়েকে বই কিনে দেন। তিনি বলেন মেলায় একটি মাত্র বইয়ের স্টল হলেও আশান্বিত করেছে। শিশু কিশোররা বই নেড়ে চেড়ে বইয়ের গন্ধ নিচ্ছে দেখে ভালো লাগল।
আরো কিছু বইয়ের স্টল থাকলে ভালো হতো। পথ প্রকাশনের স্বত্বাধিকারী আলমগীর অরণ্য জানান বিগত কয়েকবছর ধরে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারিতে তিনি নিজ উদ্যোগে বইমেলার আয়োজন করে থাকেন। এবছর বিজয় মেলায় স্টল দিয়েছেন। পৃষ্ঠপোষকতা পেলে আগামী একুশে ফেব্রুয়ারিতে এক সপ্তাহের বইমেলা করার ইচ্ছা আছে।