Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গুম হওয়া সবুজের মা সাহিদা বেগম না ফেরার দেশে চলে গেলেন -মায়ের ডাক এর শোক।

admin
ডিসেম্বর ১৭, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:-

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ গত ২০১৫ সালের ২০ আগস্ট গুম হয়ে যায়।৯ বছর পার হয়ে গেলো এখনো ফিরে আসেনি।সম্প্রতি কুষ্টিয়া আদালতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ সহ ১২ জনের বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা করা হয়।মামলা করার পরও গুম হওয়া সবুজের মা গণ মাধ্যম বলেছিলেন আমার সন্তানকে দেখে মরতে চায়।তাঁর শেষ ইচ্ছে পূরণ হলো না।তিনি মায়ের ডাক এর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবুজসহ গুম হওয়া সকলকে ফেরত চেয়ে বক্তব্য দিয়েছেন।
শুধুমাত্র ছেলের শোকে তিনি অসময়ে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে মায়ের ডাক এর সভাপতি হাজেরা খাতুন, মায়ের ডাক এর আফরোজা ইসলাম আঁখি এবং সানজিদা ইসলাম তুলি এবং মঞ্জুর হোসেন ঈসা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, সাহিদা বেগম একজন আলোকিত সমাজসেবী নারী ছিলেন। তার সংগঠন আলোর দিশা থেকে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।শুধুমাত্র গুম হওয়া ছেলেকে ফিরে না পেয়ে তিনি অসময়ে চলে গেলেন।
তার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা। আর সবুজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি,কুষ্টিয়া জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন।