বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:-
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বুড়িচং ফুটবল একাদশ বনাম আরাগ আনন্দপুর ফুটবল একাদশ প্রীতি ম্যাচ ১৬ ই ডিসেম্বর সোমবার বিকালে আরাগ আনন্দপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বুড়িচং ফুটবল একাদশ জয় লাভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাস্টার ফয়েজ আহম্মদ, সেক্রেটারি মাওলানা মোঃ জাকারিয়া খান, বুড়িচং সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ উপজেলা সহ-সেক্রেটারী মোঃ জয়নাল আবেদিন, ব্যাংকার মোঃ খোরশেদ আলম প্রমুখ।