মো. মোরসালিন ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলাবাড়ীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে মা ও ছেলে গ্রেফতার করে। ভ্রাম্যমান আদালতে ছয় মাসের সাজা প্রদান।
১৭ডিসেম্বর(মঙ্গলবার)বিকালে ৪ টায় অফিসার ইনচার্জ তদন্ত মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে উপজেলার শিবনগর ইইউনিয়নের দাদপুর গ্রামে অভিযান চালিয়ে মা ও ছেলেকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
সাজাপ্রাপ্ত মাদক কারবারি গোলাপি বেগম(৫০)উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের কুখ্যাত হিরোইন কারবারী জলিলের স্ত্রী ও তাদের ছেলে সুমন হোসেন(৩৫)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,থানা তদন্ত ওসি মো. আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক কারবারী মা ও ছেলেকে ১শত টাকা করে জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মুহিব্বুল ইসলাম জানান,মাদককে কোন স্থান দেওয়া হবে না।মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
যেখানে মাদক কারবারীদের পাবেন ধরে সঙ্গে-সঙ্গে পুলিশকে ফোন করবেন।পুলিশ তাদের বিরুদ্ধে সর্ব সময় তৎপর রয়েছে।আমরা মাদকের বিরুদ্ধে আপনাদের সবার সহযোগিতা চাই।