বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:-
আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাব রেজিস্ট্রি অফিস মহান বিজয় দিবস পালন করেছে। ১৬ই ডিসেম্বর সোমবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে সকল বীর শহীদের স্মরণে শ্রদ্ধা অঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য বিজয় র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাব রেজিস্ট্রি অফিসে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাব রেজিস্টার মিন্টু চক্রবর্তীর সভাপতিত্বে অফিস সহকারি আকরাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সহ-সভাপতি এম এম সাহেব আলী, আশাশুনি প্রেসক্লাবের সদস্য জগদীপ চন্দ্র সানা,
উপজেলা দলিল লেখক সমিতির ক্যাশিয়ার দীপঙ্কর কুমার মন্ডল, সদস্য আইয়ুব আলী, মোহরার দ্বীনেশ কুমার মল্লিক, গোলদার আব্দুস সামাদ, আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ সভাপতি নির্মল সরকার, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এসময় দিগন্ত তরফদার, ইউনুস সরদার, সিমা বালা ঢালী, সুপ্রিয়া মণ্ডল, জাহিদুল আলম, রফিকুল ইসলাম, আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।