Crime News tv 24
ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বাহিনীর ভয় দেখিয়ে বিরোধীয় জমি দখলের অপচেষ্টার অভিযোগে আদালতে মামলা।

admin
ডিসেম্বর ১৮, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

আবুল কালাম আজাদ , বিরল(দিনাজপুর) প্রতিনিধি:-

বিরলে একটি বাহিনীর ভয় দেখিয়ে বিরোধীয় জমি দখলে নেয়ার অপচেষ্টার অভিযোগে আদালতে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। কয়েকদিন পূর্বে ছুটিতে এসে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে ওই বাহিনীর সদস্য এনামুল হাসান লাবু (৩০) প্রতিপক্ষ মাসুদ রানা (৩৮) এর পিতা মরহুম নজরুল ইসলাম (লক্ষ্মীপুর মৌজার সিএস-২ ও এসএ-১১ খতিয়ানের মালিক মরহুমা আজিরন বিবি এর ছেলে মরহুম আজিম উদ্দীন তার ছেলে মরহুম নজরুল ইসলাম এবং মরহুম নজরুল ইসলামের ছেলে মাসুদ রানা পৈত্রিক সূত্রে প্রাপ্ত) ভোগদখলীয় জমিতে থাকা একটি কাঁঠাল গাছ কাটতে গেলে উভয়পক্ষে ঝগড়া-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে গাছ কাটার সরঞ্জাম-দা, বাসিলা, কুড়াল, করাত, সাবল, সামুরাই ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত থাকা ওই বাহিনীর সদস্যের হাত থেকে দা কেড়ে নিলে প্রতিপক্ষ মাসুদ রানা এর ভাবী নোমানা ফেরদৌস সুমি কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারপিট শুরু করা হয়। মারপিটে বাঁধা প্রদান করায় মাসুদ রানাকেও বেদম প্রহার করে গুরুতর জখম করা হলে তার আত্মচিৎকারে স্বাক্ষীগণসহ আশপাশের লোকজন এগিয়ে আসে, এ সময় এনামুল হাসান লাবু ও তার সঙ্গীয় লোকজন পড়নের কাপড় টানা হেচড়া করে নোমানা ফেরদৌস সুমির শ্লীলতাহানী ঘটায় এবং একটি কাঁঠাল গাছ কেটে মাটিতে ফেলে প্রায় দশ হাজার টাকার ক্ষতিসাধন করে।

সাক্ষীগণ ভিকটিমদেরকে স্থানীয় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি না করে তৎক্ষনাৎ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করলে ভিকটিমদ্বয় সেখানে চিকিৎসা গ্রহণ করে। কথিত আছে এনামুল হাসান লাবু এর ১ম স্ত্রী নির্যাতনের কারণে সংসার করতে পারেনি।
পরে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ভিকটিম মাসুদ রানা বাদী হয়ে বিরল পৌরসভার বিরল পশ্চিমপাড়া এলাকার আজাহার আলীর ছেলে কুমিল্লা সেনানিবাসে কোরঃ আর্টিলারীতে ৩৯ ডিভ সাপোর্ট লোকেটিং এর ল্যান্স কর্পোরাল এনামুল হাসান লাবুসহ ৫ জনকে আসামী করে সংশ্লিষ্ট ধারায় সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত- বিরলে একটি মামলা দায়ের করে। ভিকটিমদ্বয় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।