বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ খ্রীষ্টান এসেসিয়েশনের আয়োজনে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার শান্তা কমেনেটি সেন্টারে কেক কেটে দিনব্যাপী নানা আয়োজনে শুভ সূচনা করা হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রাক-বড়দিন।
এসময় বাংলাদেশ খ্রীস্টান এসেসিয়েশনের সভাপতি
গোপাল মর্মু সুগার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবার্হী অফিসার রকিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ আরসেদুল হোক,আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যখ্ তাজুল ইসলাম, পিআইও অফিসার সমোয়েল মার্ডী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ শাহা বাচ্চু,বাংলাদেশ খ্রিস্টান এসেসিয়েশনের সম্পাদক গোপাল রায়।
প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, আদিবাসী নেতা সিংরাই সরেন মানিক, এসেসিয়েশনের সহ সম্পাদক রবি নাথ রায়, আদিবাসী নেতা সামোয়েল হেমরম সহ রাণীশংকৈল উপজেলার ৪০টি গির্জার সভাপতি সম্পাদক সহ
সদস্য বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন খ্রীষ্টান এসেসিয়েশনের সহ সম্পাদক কবিরাজ মর্মু।