Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আদমদীঘি মৎস্যপোনা সমিতি দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আকবর, সম্পাদক জহুরুল।

admin
ডিসেম্বর ১৯, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার, আদমদিঘী বগুড়া:-

বগুড়ার আদমদীঘিতে মৎস্যপোনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের মাধ্যমে আকবর খানকে সভাপতি ও  জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত ১৯/১২/২০২৪ ইং বৃহস্পতিবার  বিকেলে ভোট গণনা শেষে তাদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস ছালাম।

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার উপ-পরিদর্শক মানিক চন্দ্র। গত বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন সভাপতি পদ দুইজন, সহ-সভাপতি পদ দুইজন, সাধারণ সম্পাদক পদ দুইজন, কোষাধ্যক্ষ পদ দুইজন। ভোট গণনা শেষে মাছ প্রতীকে আকবর খান সভাপতি পদে পেয়েছেন ৯২ ভোট , তার প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীক প্রার্থী হারুনুর রশিদ  পেয়েছেন ৭০ ভোট, সহ-সভাপতি পদে হরিণ প্রতীকে জহুরুল ইসলাম স্বপন  পেয়েছেন ১১৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক আব্দুল মতিন  পেয়েছেন ৪৪ ভোট, সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে জহুরুল ইসলাম  পেয়েছেন ১৪৮ ভোট, তার  প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক চঞ্চল হোসেন  পেয়েছেন ১৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এ্যারোপ্লেন প্রতীকে শ্রী অমিতোষ চন্দ্র সরকার  পেয়েছেন ৮৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে বাবলুর রহমান সরদার  পেয়েছেন ৭৪ ভোট, কোষাধ্যক্ষ পদে দেওয়ালঘড়ি প্রতীকে আব্দুর রহিম সরদার  পেয়েছেন ৯১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকে আতোয়ার হোসেন  পেয়েছেন ৬৯ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ- সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, প্রচার সম্পাদক আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র বিজয়ী হয়েছেন।