মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘‘ বড়দিন - ২০২৪’’ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিড. মোঃ আশরাফুর রহমান।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে-লক্ষ্যে জেলা পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ আগত নেতৃবৃন্দের সাথে প্রাসঙ্গিক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডিআইজি । এসময় ডিআইজি বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ আপনাদের পাশে রয়েছে। তিনি সবাইকে নির্বিঘ্নে বড়দিন উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।এ সময় ডিআইজি উপস্থিত সকলকে আসন্ন বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান।
সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন 'বড়দিন-২০২৪' ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] (প্রশাসন ও অর্থ), মোঃ রায়হানুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)[পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], ফাল্গুনী নন্দী; জেলার সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ ময়মনসিংহ জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ, ট্রাইব্যাল এসোসিয়েশন এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ।