আতিকুর রহমান কেরানীগঞ্জ প্রতিনিধি:-
অদ্য ১৯/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১৪:০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া পাকাপোল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ০৩ (তিন) জন দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এরপর তারা ব্যাংকে অবস্থানকারী ১০ জন ব্যাংক কর্মকর্তা এবং ০৬ জন গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ক্যাশ হতে নগদ ১৮,০০,০০০/- ( আঠারো লক্ষ) টাকা লুন্ঠন করে । পরবর্তীতে স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি বুঝতে পেরে ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
উক্ত ডাকাতির ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ র্যাব-১০ এর অধিনায়ক মোঃ খালিদুল হক হাওলাদার সহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তা ও একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌছে উল্লেখিত ব্যাংকের চতুর্পাশ ঘিরে ফেলে।
এরপর র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল যৌথ বাহিনীর সহায়তায় অদ্য ১৯/১২/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০৫ ঘটিকায় দুষ্কৃতিকারীদের সাথে কথা বলে কোন প্রাণহানী ও হতাহতের ঘটনা ব্যতিত উক্ত ০৩ জন দুষ্কৃতিকারীকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। দুষ্কৃতিকারী ০৩ জনের নাম ১। মোঃ লিয়ন মোল্লা@নিরব (২২), পিতা: মোঃ কবির মোল্লা, সাং- কুমুরিয়া, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ ২। মোঃ আরাফাত (১৬), পিতা- মোঃ কামাল পারভেজ, সাং- কদমতলী খালপাড়, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা ৩। মোঃ সিফাত (১৬), পিতা- আব্দুল্লাহ, সাং- কদমতলী খালপাড়, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে লুন্ঠনকৃত নগদ ১৮,০০,০০০/- ( আঠারো লক্ষ) টাকা, ০৪ টি খেলনা পিস্তল, ০২ টি চাকু, ০১টি লোহার পাইপ, ০১টি কালো স্কুল ব্যাগ, ০৩টি মাস্ক, ০৩টি জোড়া হ্যান্ড গ্লাভস এবং ০৩টি কালো চশমা উদ্ধার করা হয়।
আত্মসমর্পণকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।