মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:-
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা।
উপজেলার বিভিন্ন হাট-বাজারের শপিংমলের পাশাপাশি ফুটপাতে অবস্থিত বিভিন্ন দোকান গুলোতে জমে উঠেছে জমজমাট শীতের পোশাক বেচাকেনা।
উপজেলা সদর বাজার, কংশনগর বাজার, ময়নামতি বাজার, ভরাসার বাজার, শংকুচাইল বাজার সহ বিভিন্ন হাট-বাজারের ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষেরা।
ফুটপাতের এসব দোকানে বয়স্কদের পাশাপাশি ছোটদের সোয়েটার, টাউজার, মাপলার, টুপি সহ বিভিন্ন সাইজের শীতের পোশাক হাকডাক করে এসব কাপড় বিক্রি করছেন হকার ও দোকানদারেরা।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দরদাম যাচাই-বাচাই করে পছন্দ করে ক্রয় করছেন ক্রেতারা।
উপজেলার সদর বাজার ও কংশনগর বাজারের বেশ কয়েকজন ফুটপাতের দোকানিদের সাথে কথা হলে তারা জানান, বেশ কিছু দিন ধরে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসে থাকলেও তেমন বেচা-কেনা হয়নি।
নাজমুল হাসান নামে একজন ক্রেতা বলেন, ছোট ভাই-বোন ও বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনছি। তবে মান অনুযায়ী দাম একটু বেশি।