স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৈজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা মুলক কথাবার্তা হয়।
সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপকর্মের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর সার্কেল জাহিদুল ইসলাম খান ,সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক বখত্সহ সাংবাদিক আল হেলাল, মাসুম হেলাল,পীর মাহবুবুর রহমান, আনোয়ারুল হক, শাহাবুদ্দিন আহমেদ,সিরাজুল ইসলাম,স্বপ্ন দাস,হাসান চৌধুরী, মোঃ জসিম উদ্দিন, ঝুনু চৌধুরী, সামছুল কাদির মিসবাহ, কুদরত পাশা,মোঃ ফরিদ মিয়া, মোঃ বাবুল মিয়া, সহিদুর আহমেদ,একে মিলন আহমেদ,গাজী আফজাল হোসেন, শাহিন চৌধুরী,কে এম শহীদুল,ফোহাদ মনি,আলাউল রহমান,আশিক পীর, দিলাল আহমেদ, মাহবুবুর রহমান সজীব, তাজুল ইসলাম তারেক প্রমূখ।