স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:-
খুলনার দাকোপ উপজেলার খুটাখালী বাজুয়া আর্য্য হরিসভা পরিচালনা পরিষদের নবনির্বাচিত কমিটি নির্বাচিত হয়েছে।২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে আর্য্য হরি সভা মন্দির মাঠ প্রাঙ্গণে ৩ (তিন)সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বাজুয়া সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়ের অধক্ষ্য শ্যামল কান্তি রায়,ও বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন,এবং বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার দে এর পরিচালনায় আগামী ৩(তিন) বছরের জন্য নতুন কমিটি গঠনের কার্ষ্যক্রম শুরু হয়। সভায় ৫৭ জন কমিটির সদস্যদের মধ্যে ৫২ জন সদস্য উপস্থিত থেকে তাঁদের মতামত প্রকাশ করেন প্রথম অধিবেশনে। এসময় নির্বাচন তপশীল ঘোষণা করা হলে এক অংশের সদস্যরা সময়ের জন্য বলেন, নির্বাচন পরিচালনা কমিটি এটা মানতে না চাইলে তারা আর্য্যহরি সভা ত্যাগ করেন। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বেলা ৩টার দিকে এসময় সকলের মতামতের ভিত্তিতে ১৫ টি পদে নির্বাচন করার জন্য পরিচালনা কমিটি মনোনয়ন পত্র বিতরণ সহ জমা দেওয়া কথা ঘোষণা দেন।তবে কমিটির ৩৭ জন এ গন ভোটে উপস্থিত ছিলেন। পরিচালক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সুরোজিত কুমার রায়, সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রবীর রায়,(বাপ্পি), ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন দীপক সরদার, সহ আরো বাকী পদেঅন্যান্যরা নির্বাচিত হন। উল্লেখ্যো ঐতিহ্যবাহী খুটাখালী (বাজুয়া) আর্য্যহরিসভা পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বিধা বিভক্ত সদস্যরা সাবেক মহাপরিচলক সরোজিত কুমার রায়ের অর্থনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করেন ।এতে বাজুয়া সুরেন্দ্র নাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায় প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেব প্রসাদ গাইন ও বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে।