মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মাহফিল গত বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলে বরেণ্য আলেম উলামায়ে কেরামগণ ওয়াজ করেন।
২দিন ব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে বুধবার দিনব্যাপী বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান রানা'র সার্বিক তত্ত্বাবধানে গফরগাঁও উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান “পিবাড়ীয়া গ্রুপ - ইসলামের আলো”- ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত মাদরাসার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের প্রায় তিন শতাধিক ছাত্র ৬টি বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য মোট ৬০,০০০ টাকা পুরস্কার প্রদান এবং প্রতিটি বিভাগের চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য ২১,০০০ টাকা এবং ১০০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়েছে।