নিজস্ব প্রতিবেদক কেএম হারুনঃ-
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব, মোরশেদ সাহেব যোগদান করার পরে থেকে প্রতিটি জেলায় দেশপ্রেম ও সততা দেখে প্রতিটি থানায় পোস্টিং দিয়েছেন অফিসার ইনচার্জ, প্রতিটি জেলায় জেলায় গিয়ে সচেতন করেছেন সাধারণ মানুষকে, তার যোগদানের পরে বরিশাল রেঞ্জ একটি নিরাপদ ডিভিশন হিসাবে সাধারণ মানুষের মুখে মুখে, মাননীয় ডিআইজি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেছেন তার অফিস সবার জন্য উম্মুক্ত যেকেউ তার সাথে দেখা করতে পারবেন ফোন করতে পারবেন, তিনি বলেছেন যতদিন বরিশালে থাকবেন ততদিন কোন অপরাধীর যায়গা বরিশালের মাটিতে হবে না।
এবং যত বড়ো ক্ষমতা বান বেক্তি হোক অন্যায় করলে কোনরকম ছাড় নেই কোনরকম তদবির বানিজ্য দালালী চলবে না,কোন মানুষ যদি মিথ্যা অহেতুক ভাবে হয়রানির শিকার হয়ে থাকেন তাহলে সরকারি তার সাথে দেখা করে অভিযোগ দিতে পারবেন, সকল শ্রেনীর মানুষের সহযোগিতা চেয়েছেন যাহাতে সম্পুর্ণ ভাবে একটি নিরাপদ সমাজ উপহার দিতে পারেন বরিশাল বিভাগের মানুষ কে।