Crime News tv 24
ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচং এ উৎসবমুখর পরিবেশ উষা মেধা বৃত্তি – ২০২৪ এ ৫ম ও ৮ম শ্রেণির ১২৬৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণ।

admin
ডিসেম্বর ২১, ২০২৪ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-

ভ্রাতৃত্বের বন্ধন রাখিব অটুট এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বুড়িচং উপজেলার সর্বপ্রাচীন সংগঠন অর্গনাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্ট (উষা)। প্রতিষ্ঠাললগ্ন থেকে উষা সামাজিক, শিক্ষা ও সামাজিক মূল্যবোধের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় প্রতিবছর শিক্ষার্থীদের মানোন্নয়নে উষা মেধা বৃত্তির আয়োজন হয়ে আসছে। ২০ ডিসেম্বর রোজ : শুক্রবার বুড়িচং উপজেলা ৩টি কেন্দ্রে একযোগে উষা মেধা বৃত্তি ২০২৪ আয়োজিত হয়েছে। উষা মেধা বৃত্তি ২০২৪ এর আয়োজনে সহযোগিতা করছেন উষার সাবেক সভাপতি আরিফুর রহমান অপু ভাইয়ের অলাভজনক প্রতিষ্ঠান রশিদ-রফিয়া ফাউন্ডেশন। এ বছর ৫ম ও ৮ম শ্রেনির ১২৬৭ জন শিক্ষার্থী উষা মেধা বৃত্তি ২০২৪ এ অংশগ্রহণ করে ও বুড়িচং উপজেলার ৩টি কেন্দ্র ( বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ, রামপুর উচ্চ বিদ্যালয়) একযোগে বৃত্তি পরীক্ষা আয়োজিত হয়েছে। উষা বৃত্তি পরীক্ষা-২০২৪ এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন উষা সাবেক সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। উষা মেধাবৃত্তি ২০২৪ এর সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি মোজাফফর বিপ্লব। উষা মেধা বৃত্তি ২০২৪ এর বুড়িচং কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন উষার সাবেক সভাপতি তরিফুল ইসলাম ও হল সুপারভাইজার এর দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি। কালিকাপুর কেন্দ্রে কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করেন সাবেক সহ সভাপতি আহমেদ উল্লাহ ও হল সুপারভাইজার এর দায়িত্ব পালন করেন সহ সভাপতি রিফাত বিন আবদুস সাত্তার। রামপুর কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ গালিব। উষা মেধা বৃত্তির কেন্দ্র পরিদর্শন করেছেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলীম উল্লাহ, উষার সাবেক সহ সভাপতি ইকবাল হোসেন, উষার সাবেক সহ সভাপতি মোহাম্মদ কাউসার, উষার সাবেক সভাপতি সাইফুল ইসলাম ভূইয়া, উষার সাবেক সাধারণ সম্পাদক শেখ ইমাদ উদ্দিন, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সহ সভাপতি ফাইজুল ইসলাম রকিব, সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ সোহাগ। উষার মেধা বৃত্তি ২০২৪ নিয়ে উষার বর্তমান সভাপতি শেখ মোঃ মিরাজ উদ্দিন বলেন ” উষা সবসময়ই শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে, এর অংশ হিসেবেই মেধা বৃত্তির আয়োজন করা হয়। ”
উষার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বলেন ” উষা সবসময়ই সামাজিক ও শিক্ষা নিয়ে কাজ করে। মেধা বৃত্তি ছাড়াও উষা বিতর্ক, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন। বুড়িচং এর উন্নয়নে উষা সবসময় তার এমন কর্মকান্ড ধারাবাহিকভাবে পরিচালনা করবে। উষা মেধা বৃত্তি ২০২৪ এর আহ্বায়ক ড মোহাম্মদ সোলায়মান বলেন ” উষা মেধা বৃত্তি ২০২৪ সফলভাবে সম্পন্ন করায় উষা কার্যনির্বাহি সংসদের সকল সদস্য, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খুব শীঘ্রই মেধা বৃত্তির ফলাফল ঘোষনা করা হবে এবং উষা মেধা বৃত্তি ও সংবর্ধনার আয়োজন করা হবে যেখানে দেশের বরেণ্য শিক্ষাবিদসহ গুনীজনরা উপস্থিত থাকবেন।”