Crime News tv 24
ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা অনুদানের চেক বিতরণ।

admin
ডিসেম্বর ২১, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ শত শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.০০ ঘটিকার সময় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড পৌর মাল্টিপারপাস সুপার মার্কেট এর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ শামছুল আরেফিন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান। উপজেলায় প্রায় পাঁচ শত শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান। তিনি বলেন কোন শিক্ষার্থীর যেন লেখাপড়া শিখতে কোন কষ্ঠ না করতে হয় তার জন্য সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক বলেন কোন অভিভাবকের যেন ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে কষ্ট না করতে হয় উপজেলা প্রশাসন সবসময় ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে। টুঙ্গিপাড়ার শিক্ষার মান আরো ভালো করতে হবে। শীত বস্ত্র বিতরণের পর ৬৯ জন শিক্ষার্থীদের শিক্ষা অনুদানের চেক প্রাথমিক বিদ্যালয়ে ২৫০০ টাকা করে মাধ্যমিক বিদ্যালয়ে ৬০০০ টাকা করে এবং কলেজ এর শিক্ষার্থীদেরকে ৯৪০০ টাকার চেক বিতরণ করেন।