স্টাফ রিপোর্টার:-
খুলনা আর্ট একাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ছবি আঁকা, আবৃতি এবং সংগীত ,হাতের লেখা উক্ত বিষয়গুলি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং শিশুদের ভালবাসার মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়া হয়।
শিশুদের ভালবেসে মন জয় করে নিয়েছেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।তাই প্রতিমাসে নানান আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয় খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গনে ।আজ শিশু শিল্পী আরশিন মামনির জন্মদিন উপলক্ষে তার দাবি একাডেমিতে স্যারের সঙ্গে জন্মদিন পালন করবেন। তাই সে ক্লাসে মিষ্টি নিয়ে আসে। তখন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিশুদের জন্য চকলেট এনে সবাইকে নিয়ে জন্মদিন পালন করেন। তখন তার পিতা তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন আমার সন্তানকে এই প্রতিষ্ঠান যে ভালোবাসার মাধ্যমে শিক্ষা দিয়েছেন তার ফল ইতোমধ্যে আমরা পেয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। আজকের এই আয়োজনে স্যার সহ উক্ত প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাই। চিত্রশিল্পী মিলন বিশ্বাস আরশিন মামনিকে কোলে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারি সাথে শিশু শিল্পীর হাতে আশীর্বাদ স্বরূপ তুলে দেন একটি ড্রইং খাতা পেন্সিল এবং কিছু চকলেট চিপস। আপনারা সবাই মামনির জন্য আশীর্বাদ করবেন সে যেন পড়ালেখার পাশাপাশি ড্রইং শিখে তার মেধা বিকাশ বৃদ্ধি করতে পারে এবং আদর্শ শিক্ষা নিয়ে তার পিতা-মাতার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে।