খাসকররা প্রতিনিধি শিপন বুলবুল:-
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারে নতুন কমিটি গঠন। সভাপতি আব্দুস সাত্তার সেক্রেটারি সাফায়েত হোসেন সাফা। ও কেশিয়ার উজ্জ্বল হোসেন। ৫ ই আগস্ট স্বৈরাশাসকের পতনের পর দখলদারদের হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের পরিত্রাণের লক্ষ্যে আলমডাঙ্গা সর্ব বৃহৎ গ্রামীন ও প্রাচীনতম খাস কররা বাজার। নতুন কমিটি গঠন হয়েছে।
কমিটির সভাপতি আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন সাফা ও ক্যাশিয়ার উজ্জ্বল হোসেন পাঁচই আগস্ট স্বৈরা শাসকের পতনের পর দখলদারদের হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের পরিত্রাণের লক্ষ্যে আলমডাঙ্গার সর্ববৃহৎ গ্রামীন ও প্রাচীনতম খাস কররা বাজার নতুন কমিটি গঠন হয়েছে। আজ বিকাল ৫ ঘটিকার সময় খাস কররা মাধ্যমিক বিদ্যালয়, খাস কররা বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে নিয়ে এই কমিটি গঠন করা হয়।