সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধ, মোঃ ওসমান চৌধুরী:-
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল মোছাফ্ফাহ শিল্প নগরী সানাইয়া দশ নাম্বার ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হল রুমে মহান বিজয় দিবস ও প্রবাসী জিয়া পরিবার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও দপ্তর সম্পাদক এস কে সুলতানের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সিনিয়র যুগ্নসম্পাদক মানিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, মোহাম্মদ সোহেল রানা, আমেনা বেগমসহ আরো অনেকে। বক্তারা বলেন ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবস সাথে ২০২৪ এর যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন।
বিগত ১৭ বছর ধরে বেশিরভাগ সরকার দেশের যে ক্ষতিটা করে গেছেন এবং বেগম খালেদা জিয়াকে ঘর বন্দী করে রেখে একটি ফ্যাসিবাদ সৃষ্টি করে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি'র সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করবে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারের বিদায় দিয়ে নতুন আঙ্গিকে বাংলাদেশ কে গড়ে তোলার আহ্বান জানান। পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।