Crime News tv 24
ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোলাপ তুমি সুন্দর…….

admin
ডিসেম্বর ২২, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

শাহনাজ পারভীন মিতা:—-

গোলাপের মাঝে অসংখ্য কাঁটার আঘাত
প্রদীপের নীচে আঁধারের জলপ্রপাত,
তবুও গোলাপ তুমি নির্মোহ সুন্দর
অন্ধকার আছে বলেই আলোকিত ভোর।

অসুন্দর আছে বলেই সুন্দর খুঁজে ফিরি
পৃথিবীর মাঝে মরুর বুকে তৃষ্ণায় মরি,
কত নদীজল বয়ে যায় দিনমান
শিউলি ফোটে ঝরে যায় ,সূর্যস্নান।

শুধুই সময় গড়ায় ,পাথর সময়
বরফ জমে জমে হিমবাহ, শুধুই জীবন ক্ষয়,
তবু জ্বলছে ,জ্বলছে ঘন সবুজ বন
পুড়ে পুড়ে দাউ দাউ ঘর্ষণ।

এসো মেঘ, দাও মোহন বাঁশী বৃষ্টির
নিভিয়ে দাও এ দহন গভীর দৃষ্টির,
তবুও ফোটে ফুল পাখির কলতান
সময় ফিরে আসে মুখরিত জয়গান।

খুঁজে ফিরি গোলাপ রক্তাক্ত ভয়শূণ্য চিত্তে
ভ্রমরের গুঞ্জনে শব্দ সম্ভারের জীবনসত্যে।