মোমিন আলি লস্কর জয়নগর:-
জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের হরি নারায়নপুর অঞ্চলের আদুরপুর গ্ৰামে মাঠে চাষীর দুইটি ধানের গাদা পুড়ে ভস্মীভূত হয়ে যায় ।
জয়নগর থানার চালতাবেড়িয়া অঞ্চলের বাসিন্দার লুৎফর রহমান গায়েন হরিনারায়নপুর অঞ্চলের আদুলপুর গ্ৰামের তার নিজের জলা জমিতে বর্ষার ধান চাষ করেন।এ বছর জলা জমিতে জলকাদা থাকার জন্য ধান জমিতে তুলে বাড়িতে আনতে পারেনি । কয়েক দিন আগে লুৎফর রহমান গায়েন আদুলপুর জলা জমি মাঠে সরু ধানের গাদা দিয়ে বাড়ি যান।আজ ভোর ২:৩০ মিনিট নাগাদ হালিম লস্কর কাজের তাগিদে হোগলা স্টেশন যাচ্ছিলেন সেই সময় তার চোখ দেখতে পায় মাঠের মধ্যে কিছু একটা আগুন জ্বলছে তিনি কাছাকাছি গিয়ে দেখেন লুৎফর রহমান গায়েন ধানের গাদা । সঙ্গে সঙ্গে চালতাবেড়িয়া অঞ্চলের সদস্যার প্রতিনিধি বাহারুল জমাদার কে ফোন করেন। তিনি খবর দেন লুৎফর রহমান গায়নের বাড়িতে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ছুটে যায় আদুলপুর গ্ৰামের মাঠে দিয়ে। সেখানে গিয়ে দেখেন একটি সরু ধানের গাদা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং অন্য একটি কিছুটা রক্ষা করা গেছে।খবর দেওয়া হয় জয়নগর থানার ঢোষার পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে। ঢোষার পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রনব মন্ডল তার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনার স্থলে উপস্থিত হল।কি ভাবে ঘটনাটি ঘটেছিল তার খতিয়ে দেখছেন জয়নগর থানার পুলিশ।