মোঃ মাহাবুব আলম স্টফ রিপোর্টার:-
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে মানববন্ধন করেন এলাকাবাসী ২২/১২/২০২৪ ইং রোজ রবিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে।
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলাধীন তেওতা ইউনিয়নের অর্ন্তগত আলোকদিয়া এলাকার স্থায়ী অধিবাসী। আমরা আতি দুঃখের সহিত জানাচ্ছি যে, উল্লেসিত এলাকায় আমাদের সামান্য কিছু আবাদি জমি রহিয়াছে ।যাহা চাষাবাদ করিয়া জীবিকা নির্বাহ করিয়া থাকি এবং তীরবর্তী এলাকায় পরিবার পরিজন লইয়া বসবাস করি ।এই নদীতে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি রহিয়াছে ।যাহা তারখাম্বা নামে পরিচিত এই এলাকায় কোন বালু মহাল ইজারা হয়নি সত্ত্বেও ।মেসার্স তাকবীর এন্টারপ্রাইজ, প্রো: আবুল বাসার, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ মানিকগঞ্জ জেলা শাখা-এর নেতৃত্বে কিছু অসাধু বালু ব্যবসায়ী তাদের স্বার্থ চরিথার্থ করার জন্য লোড ড্রেজার স্থাপন করিয়া। তারখাম্বার সন্নিকট হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন করিয়া আসিতেছে ।উহার ফলে তারখাঘা হুমকির সম্মুখিন হইয়া পড়িয়াছে। অতিসপ্তর ‘অবৈধ ভাবে বালু উত্তোলণ বন্ধ না করা হইলে যে কোন মহুতে ‘তারখামার। ব্যাপক ক্ষতি সাধিত হইবে এবং বড় ধরনের দূর্ঘটনা ঘটিতে পারে। পাশাপাশি আমাদের আবাদি জমি, বসত, বাড়ীঘর সামাজিক প্রতিষ্ঠান সহ মসজিদ মাদরাসা এবং চলাচলের রাস্তা নদী গর্ভে বিলীন হইয়া যাইবে ।এইসব অসাধু বালু ব্যবসায়ীদের বার বার নিষেধ করা সত্ত্বেও কোন কর্ণপাত না করিয়া এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গগুলি প্রদর্শন করিয়া বালু উত্তোলন অব্যহত রাখিয়াছে।
এই ভাবে চলমান থাকিলে আমরা এলাকাবাসি সর্বসান্ত হইয়া আমাদের পথে বসিতে হইবে সেইহেতু এলাকাবাসীর জান মাল হেফাজতের স্বার্থে ও জাতীয় সম্পদ বৈদ্যুতিক তারখাম্বা এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করত: অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুল আবেদন করিতেছি ।
অতি সত্ত্বর অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ প্রদান ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা জন্য ।