সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে ২২ ডিসেম্বর রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এম এন্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় আগুন লাগে। কারখানায় আগুনে একজন নিহত ও আহত হয়েছেন আরও কয়েক জন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হলে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রাম একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানা যায়নি।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পৌছালে দুই ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।