বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:-
১৯ ডিসেম্বর সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে রমজান সরদার কর্তৃক সাতক্ষীরার দুই সংবাদকর্মী আক্তারুল ইসলাম ও আতাউর রহমানকে গুরুতর রক্তাক্ত জখম করায় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে রমজান আলীকে গ্রেপ্তার ও শান্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপার্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল।
সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী,
সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টুটুল, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান,সদস্য শরিফুল ইসলাম শরিফ, নুরুল ইসলাম প্রমুখ। রিপার্টার্স ক্লাবের সাংবাদিকরা দ্রুত সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।