Crime News tv 24
ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জমি জমা সংক্রান্তের জের ধরে হত্যা-০১

admin
ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

খাসকররা প্রতিনিধি শিপন বুলবুল:-

জমিজমা সংক্রান্তের জের ধরে আহত ৪জন ও নিহত ১ জন। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত জের ধরে আহমদ আলীকে হত্যা করা হয়েছে। আহমদ আলী প্রতিদিনের ন্যায় মসজিদে এসে সালাত আদায় করেন আজ রবিবার এশার নামাজ আদায় করে মসজিদে থেকে বের হলে। আক্রমণকারীরা দেশীয় অস্ত দা হাসুয়া দিয়ে অতর্কিত হামলা করেন, আহমদ আলীকে তার চিৎকার ছুটে আসেন কয়েকজন, ভুক্তভোগী, এসে তারাও হামলার শিকার হন । ঘটনাস্থলে মারা গেছে আহমদ আলী বয়স ৪৫ পিতা মৃত বিশারত আলী। আহত হয়েছে আব্দুল হালিম বয়স ৩৫ পিতা ইদ্রিস আলী, সেলিম বয়স ৪০ পিতা ইদ্রিস আলী, শোয়েব বয়স 20 পিতা সেলিম, পল্টু সরদার বয়স ৪০ পিতা মৃত খাইবার আলি সর্ব সাং রামদিয়া। হামলাকারীরা হলেন। মোহাম্মদ ফরিদ জোয়ারদার বয়স ৪২ পিতা মৃত সেকেন্ড জোয়ারদার, আনসার আলী বয়স ৪৫ পিতা মৃত আফতাব জোরদার, উজ্জল বয়স ৪০ পিতা হানিফ জোয়ারদার, তুরান বয়স ৩৫ পিতা আমজাদ জোয়ারদার, সুখ চান বয়স ৪৫ পিতা মৃত নুর আলী,
সজল আহমেদ বয়স ৩০ পিতা মনসুর মাস্টার, মঙ্গল বয়স ৩৫ পিতা মকবুল হোসেন, শিপন আলী বয়স ২২ পিতা ,মঙ্গল, সানোয়ার হোসেন বয়স ৪০ পিতা-মৃত গনি মিয়া, স্বাধীন বয়স ২৫ পিতা আনি ছ, জয় বয়স ২২ পিতা আনিস, গোলাম রসুল বুড়ো বয়স ৪৫ তিতা সাহাজ উদ্দিন, আনিস বয়স ৪০ তিতা সাহাজউদ্দিন, মাহফুজ বয়স বিশ পিতা ডলার, সাগর বয়স ২৫ পিতা একলাছ, বুড়ো ফরিদ বয়স ৬০ পিতা মঙ্গল, জুয়েল রানা বয়স ৩২ পিতা ফরিদ উদ্দিন, বোরহান বয়স ৩৫ পিতামৃত মোকসেদ আলি, জোড়া হান বয়স ৩০ পিতা-মৃত মোকসেদ আলি, মহাসিন আলী বয়স ৩৫ পিতা মৃত পাছায় মন্ডল, রকি, বয়স ২৫ পিতা আনন্দ, ফারুক হোসেন বয়স ৩২ পিতা মৃত আয়নাল, রাসেল আহমেদ বয়স ২৫ পিতা মাসেম মন্ডল, রাকিব হোসেন বয়স বিশ পিতাম মাছেম মন্ডল, মাছেম বয়স ৫০ পিতা মৃত মুসলিম মন্ডল, সানোয়ার হোসেন বয়স ৪০ পিতা মৃত গনি মন্ডল, ইকবাল হোসেন বয়স ৩২ পিতা আমজাদ জদ্দার, আমজাদ জোদ্দার বয়স ৫০ পিতা আততাব জর্দার, সর্ব সাং রামদিয়া

আলমডাঙ্গা থানার ওসি সাহেব জানান ঘটনাস্থল থেকে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত আছে।