স্টাফ রিপোর্টার, আমির হোসেন:-
দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ প্রেক্ষিতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে আজ সুনামগঞ্জে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
এ সময় সুনামগঞ্জ জেলার ৩০০ জন অসহায় মানুষদের মধ্যে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়। এক প্রশ্নের জবাবে উপমহাপরিচালক জনাব মো: জিয়াউল হাসান জানান, “দেশব্যাপী অসহায়-দরিদ্র মানুষেরা শীতকালে শীতবস্ত্রের অভাবে কষ্টে ভুগেন। মহাপরিচালক মহোদয়ের কার্যকরী উদ্যোগ ও সদয় নির্দেশনার আলোকে দেশের অন্যান্য জেলার ন্যায় আজকে সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হলো। আমরা আনসার বাহিনী অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকবে।” এসময় তিনি মহাপরিচালক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। শীতবস্ত্র পেয়ে সুনামগঞ্জের অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এ প্রসঙ্গে ভিডিপি সদস্যা মেহেরজান বিবিকে তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, “কম্বল পেয়ে আমি খুব খুশি, আমার শীতের কষ্ট কমবে। আনসার বাহিনীকে ধন্যবাদ।”এভাবে ৩০০ জন কম্বল প্রাপ্ত অসহায় মানুষই তাদের আনন্দের অনুভূতি ব্যক্ত করেন।