সোহাঈদ খান জিয়া, চাঁদপুর:-
চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় বাকি দুজনের মৃত্যু হয়েছে। একজনের শ্বাসনালী কেটে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
সোমবার ২৩ ডিসেম্বর,২০২৪) দুপুরে জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। হাইমচর উপজেলার মাঝির বাজার মেঘনা নদীর পাড়ে জাহাজটি নোঙর অবস্থায় ছিল। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি সিরাজগঞ্জের পথে ছিল বলে জানা গেছে। ডাকাত দল স্পিডবোর্ড নিয়ে জাহাজে উঠে এলোপাথারি কুপিয়ে সাজনকে আহত করে। এ সময় পাঁচজন ঘটনাস্থলে ও বাকি তিনজনের মধ্যে দুজন হাসপাতালে মৃত্যুবরণ করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোস্টগার্ড ও নৌপুলিশ ও জেলা পুলিশ।
এর পূর্বেও চাঁদপুর আলু বাজার এলাকায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটলেও কাউকে গ্রেফতার করতে পারেনি নৌ পুলিশ।
ঘটনাস্থল থেকে চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান, হাইমচর উপজেলায় মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী জাহাজ এমভি আল-বাখেরা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে দেশি অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলা ও মাথাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, পণ্যবাহী নৌযানটির পাঁচ কক্ষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নৌ যানটিতে ছিলেন আটজন।