Crime News tv 24
ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সরোজগঞ্জের বি এনপির বিভিন্ন নেতা কর্মীদের নামে ফ্রেসবুকে অপপ্রচার করায় বিভ্রান্তিতে পড়তে হচ্ছে নেতা কর্মীদের।

admin
ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

হাবিব রহমান সরোজগঙ্জ প্রতিনিধি:-

চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ ও তার পাশ্ববর্তী ইউনিয়ন কুতুবপুর, শংকরচন্দ্র এলাকার বি এনপির বিভিন্ন নেতা কর্মীদের নামে ফ্রেসবুক আইডি থেকে বিভিন্ন সময় অপপ্রচার করছে কিছু অসাধু ফ্রেসবুক আইডি,যার নেই কোন সত্যতা, বিগত আওয়ামী লীগ সরকার ৫ আগষ্ট তারিখে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই এই ধরনের বি এনপির নেতাকর্মীদের নামে ঢালোয়া ভাবে ছবি সহ ফ্রেসবুক আইডিতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাছে।আবু যুবায়ের তালহা নামে আইডিতে বিগত সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশাদুল হকের নামে বিভিন্ন অপপ্রচার করেছে, যার কোন সত্যতা পাওয়া যায়নি।

শুধু তাই নয় সরোজগন্জ বাজার নামে এই আইডিটি একটি গতকাল রবিবার পোস্ট হয়েছে সেখানে লেখা আছে চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজ গনজ বাজারে এবার চাঁদা বাজীর স্বীকার হলেন। ছাদিমান নেছা বালিকা বিদ্যালয়রর নিরীহ প্রধান শিক্ষক। গোপন সূত্রে জানা যায় বি এনপির নেতা ১. সাইফুল ২. মুকুল। ৩. মুনছুর ৪. আশিকও এদের চামচারা মিলে তিন লাখ টাকা আদায় করছে।এই জন্যই মানুষ বলে জন্ম হোক যেমন কর্ম হোক ভাল। দেখলে মনে হয় আল্লাহ অলি।তবে এই বিষয়ে মোবাইল ফোনে কথা বলা হয়, ছাদেমাননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহের সাথে তিনি জানান,আল্লাহ কসম আমার কাছে কেহ চাঁদা দাবি করে নাই বিএনপির নেতা কর্মীদের নামে যে লেখাটি ফ্রেসবুকে পোস্ট করেছে সেটা মিথ্যা প্রচার যার কোন ভিত্তি নাই, আমাদেরকে নিয় বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এটা দিয়েছে।এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুলের বিষয় নিয়েও ছড়ানো হচ্ছে অপপ্রচার যার কোন যুক্তিক ছাড়াই বদনাম করে যাচ্ছে, তিনি একজন পরিছন্ন রাজনৈতিক ব্যক্তি তিনি কোন ঝামেলার মধ্যে থাকতে চাই না তিনি একজন সদা সিধা ব্যক্তিত্ব ব্যক্তি, তিনি অন্যায়কে প্রশ্রায় দেয়না কার অন্যায় করতে বলেন না।এই বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল জানান,আমি নব্বই দশকের থেকে বিএনপির রাজনীতি করে আসছি, আমার বিষয়ে আমার এলাকার মানুষ জানে আমি কেমন মানুষ, আমার বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালাছে সেটা কোন সত্যতা নাই, কেহ প্রমান করতে পারবে আমি কোথায় চাঁদা বাজি করেছি,এটা দলকে ছোট করার জন্য আমাদেরকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে মিথ্যা অপপ্রচার করছে বেশ কয়েকটি ফ্রেসবুক আইডি তবে এই আইডি গুলোর বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় আনা হবে।কথা বলা হয় শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামের সাথে তিনি জানান, আমরা বিএনপি করি বলেই এই সমস্ত ভোয়া ফ্রেসবুক আইডি খুলে আমার নামে মিথ্যা অপপ্রচার সামাজিক মাধ্যমে ছড়িয়ে বেড়াছে, তারা কখনো চাইনা ভাল কিছু শেখ হাসিনা সৈরাচারী যেমন পালিয়েছে দেশ ছে তার উত্তরসরীরা এই সমস্ত আইডি খুলে প্রচার করছে মিথ্যা বানোয়াট কথা লিখে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়, তবে বেশ কিছু আইডির সন্ধান পাওয়া গেছে যেমন আবু যুবায়ের তালহা একটি আইডি এই আইডিটি দেশের গান ও গায় বিদেশের গান ও গায়,আমার কথা হচ্ছে সত্যতা যাচাই করে পোস্ট করুন। কথা বলা হয় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলে সহ সভাপতি আশিকুর রহমান আশিকের সাথে তিনি জানান, আমি ছোটকাল থেকেই রাজনৈতিক ভাবে ছাত্র দল করি,আমাদের লক্ষ ছিল আওয়ামী লীগের দোশরা ১৭ বছর সাধারন মানুষের বিভিন্ন ভাবে অত্যাচার করেছে,তাদের অন্যায়ের প্রতি প্রতিহত করার কাজ করে চলেছি,আমার নামে যে বিভিন্ন ফ্রেসবুক আইডি থেকে অপপ্রচার করছে তার কোন সত্যতা নেই, এরা সবাই আওয়ামী লীগের লোকজন আইডি খুলে মিথ্যা প্রচার করছে,যেমন আইডি গুলোর নাম কিছু আমি জানি, আবু যুবায়ের তালহা,সরোজ গন্জ বাজার, সত্যের সন্ধানে, পদ্মফুল,শেষ বিকালের সেই ছেলেটি,সাহসী সৈনিক,রুহুল আমীন পলাশ সহ বেশ কয়েকটি আইডি বিএনপি নেতা কর্মীদের নামে বিভিন্ন অপপ্রচার চালাছে।