সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ২৩ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে পবিত্র বড়দিন-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ । পুলিশ কমিশনার মহোদয় পবিত্র বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান সহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের কথা জানান। পবিত্র বড়দিন উদযাপনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান ।
উক্ত সভায় আরও যারা উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, আনসার, গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিনিধি সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও গাজীপুরে অবস্থিত সকল চার্চের নেতৃবৃন্দ ।