মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি ,নরসিংদীঃ-
নরসিংদীর মনোহরদীতে বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত মুসুল্লীর উপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ ডিসেম্বর)বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়ন ওলামা পরিষদের আয়োজনে খিদিরপুর বাজারে বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে নিরীহ মুসুল্লীদের উপর হামলাকারী সাদপন্থী খুনীদের ফাঁসি ও নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন,সাদপন্থীরা ইজতেমা মাঠে ঘুমন্ত অবস্থায় অতর্কিত হামলা করে আমাদের নিরপরাধ ভাইদেরকে হত্যা করেছে। তারা আসলে ইসলামের ভালো চায় না,তারা ভারতের দালাল,তারা মুসলমানদের মাঝে বিভাজন তৈরী করে তাদের স্বার্থ হাসিল করতে চায়,আমরা তাদেরকে এ সুযোগ দিব না। ইনশাআল্লাহ্,, আমরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার মাধ্যমে বর্তমান সরকারের কাছে হত্যাকারীদের ফাঁসি এবং বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধের জোড় দাবী জানাচ্ছি।
এ সময় সাগরদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও.রফিকুল ইসলাম,খিদিরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাও.মোয়াজ্জেম হোসেন,মনতলা ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক,মাও.নাসির আল ফরিদী,মাও.হাবিবুর রহমান,দরগাহ্ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও.মুফতি নূরুল্লাহ্,রহমানিয়া দারুল উলূম মাদ্রাসার মোহতামিম মাও.আবদুল্লাহ,হাফেজ মাও.আতাউর রহমানসহ অন্যান্য স্থানীয় মসজিদের ইমাম,ইসলাম প্রিয় তৌহিদী জনতা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।