মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার আটঘরিয়া উপজেলা একদন্ত ইউনিয়ন ষাইটগাছা গ্রামে নায়েব আলীর মেঝো মেয়ে কামরুন্নাহার তমা (১৯) কে গণধর্ষণের আলামত সহ মৃত্যু লাশ উদ্ধার করেছে পুলিশ।২৩শে ডিসেম্বর খোজা খুজি করে না পেলে ২৪ তারিখ বেলা ১১ দিকে তাহার বাড়ির পাশের এক বাঁশ বাগানে দেখতে পায়। পরে আটঘরিয়া থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনার স্হলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে আটঘরিয়া সার্কেল অফিসার বিল্পব জানান,লাশের সুরতহাল সংগ্রহ করছি ময়নাতদন্তের পরে জানা যাবে, তবে আসামি যেই হোক আইনের আওতায় আনা হবে। তবে প্রাথমিক ধারনা করা হচ্ছে গণধর্ষণ করে গলায় চাদর পেচিয়ে শ্বাসরুদ্ধকর হত্যা করা হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য বাবা,মা ও চাচা কে থানায় নেয়া হয়েছে।