মোমিন আলি লস্কর জয়নগর:-
৩৫তম বর্ষে চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে চালতাবেড়িয়া হাইস্কুলের মাঠে আজ সন্ধ্যা ৬টা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও রুপসঞ্জা, শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের সভাপতি মোতালেব গায়েন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা দীর্ঘ ৩৫ বছর এই অনুষ্ঠান চালিয়ে আসছি। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় , সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া চারদিন ক্রিয়া মূলক, সামাজিক পরিবেশের কালচার মূলক অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর কাজে আমার ইউনাইটেড ক্লাব সর্বদা আগিয়ে আছে এবং চিরকাল থাকবে। ইউনাইটেড ক্লাবের সভাপতি হিসাবে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ক্রিয়া দপ্তরের কাছে আবেদন রাখছি আমরা দীর্ঘ ৩৫বছর এই রকম অনুষ্টান করে আসছি , সর্বমোট পাঁচ লক্ষ টাকা নির্মল চন্দ্র মন্ডল সংসদ তহবিল থেকে আমরা সাহায্য পেয়েছি কিন্তু আজ পর্যন্ত আর কোন রকম সরকারি সাহায্য পাইনি।যাহাতে সরকারি সাহায্য পাওয়া যায় তাহার জন্য দায়িত্বপ্রাপ্ত ক্রিয়া দপ্তরের কাছে আবেদন জানাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
চালতাবেড়িয়া অঞ্চলের সদস্যার প্রতিনিধি বাহার জমাদার ইউনাইটেড ক্লাবের সেক্রেটারি ইয়ারব মোল্লা, সভাপতি মোতালেব গায়েন, সহসভাপতি মানোয়ার লস্কর,ক্যাসিয়ার আব্দুলা মোল্লা, সমস্ত ক্লাবের সদস্যগন সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গগন।