সরোজগঞ্জ প্রতিনিধি হাবিব রহমান:-
সরোজগঞ্জ রাজু-সজিব স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৪, অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময়ে অনুষ্ঠানের ভার্চুয়ালি কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন, জেলা বিএনপি সেক্রেটারি শরীফুজ্জামান শরীফ, সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যুবসমাজকে মাদক থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর মন মস্তিষ্ক ভালো থাকে, আমাদের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব বেশি দেওয়া উচিত। অনুষ্ঠানের প্রধান অতিথিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, বিশেষ অতিথিঃ-চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাসমত আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, সদর থানার ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব হোসেন, সদর থানার যুবদলের সদস্য টুটুল হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম৷ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের (মাষ্টার), সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজু, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি বিপ্লব হোসেন। শংকরচন্দ্র ইউনিয়ন যুবদলের যুব নেতা রাজু আহমেদ, শংকরচন্দ্র ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাকু হোসেন, কুতুপুর ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি রবিউল ইসলাম, মেম্বার আলাউদ্দিন, যুবদলের নেতা হাসিবুল ইসলাম হাসি, শফিকুল ইসলাম, শামীম আহমেদ,সাংবাদিক হাবিব রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম লিন্টু, সাংবাদিক ইকরামুল হক, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ আজগর ফরাজী, টু-আইসি অলিউর রহমান।
খেলার প্রথম রাউন্ডে মাখালডাঙ্গা স্পোর্টিং ক্লাব ১-০ চুয়াডাঙ্গা স্পোটিং ক্লাব এবং খেলার দ্বিতীয় রাউন্ডে বুড়োপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ খেজুরা স্পোর্টিং ক্লাব, জয় পরাজয় হয়। খেলায় রেফারি ছিলেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খায়রুল ইসলাম, এবং খেলাটি পরিচালনায় ছিলেন- আব্দুল মালেক।