মোমিন আলি লস্কর জয়নগর;-
বেহাল রাস্তায় লরি উল্টে। বিপত্তি বুধবার রাতে জয়নগরের দিক থেকে একটি বস্তা পূজায় লরি। এক নম্বর। সড়ক অর্থাৎ কুলপি রোড দিয়ে বাড়ির উপরের দিকে আসার সময়। জয়নগরের পদ্মের হাট। কাছাকাছি জায়গায় রাস্তার গর্ত থাকায়।
লরিচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। লরিটি উল্টে গেলে। আহত হয়েছে লরিচালক ও খালাসী। স্থানীয় গ্রামবাসীরা বিকট শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে যে লরিটি দুর্ঘটনা গ্রস্ত হয়েছে। পরে খবর দেওয়া হলে রাতে এই ঘটনা স্থলে চলে আসে জয়নগর থানা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাস্তা। দেয়াল থাকায়। লরিটি নিয়ন্ত্রণ লাগতে পারেনি এমনিতেই দীর্ঘদিন ধরে। রাস্তার মাঝে মধ্যে গর্ত থাকে যাওয়ার কারণেই প্রায় সেই দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। তাই দ্রুত ওই বেহাল রাস্তা এর মধ্যে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।