মো.এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-
বৃহঃবার(২৬ ডিসেম্বর)দুপুরে বাজার মনিটরিং এর অংশ হিসাবে উপজেলার মনোহরদী বাজারে উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মুহাইমিন আল জিহান এর নেতৃত্বে ফলের দোকান, সবজির দোকান,পোল্টি দোকান ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না লটকিয়ে রাখাতে,দোকানের পণ্য এমনভাবে সংরক্ষণ করিয়াছে যাতে সেবা গ্রহিতার স্বাস্থ্যহানি সম্ভাবনা রয়েছে এমন অপরাধে ছয় জন ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ “এর বিভিন্ন ধারায় সর্বমোট =৬১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত সহযোগীতায় ছিলেন,স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃশাহনেওয়াজ,সার্টিফিকেট সহকারী মোঃসজিব ফকির,মোঃ জাহাঙ্গীর আলম, টুটুল বাস্পর,মনোহরদী বাজার কমিটি সভাপতি কামরুজ্জামান বকুল এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স।