বিশেষ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলার তরুনলীগের প্রধান উপদেষ্টা ও গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান এম ডি মিশুয়েল অর্থাদ নাজমুল ইসলাম মিশুয়েল।
গায়ে হাওয়া লাগিয়ে দিব্যি নারায়ণগঞ্জই ঘুড়ে বেড়াচ্ছেন আওয়ামীলীগের এই নেতা। অথচ আওয়ামী লীগের ক্ষমতাসীন সময় বিভিন্ন সময় মানুষকে জিম্মি করে মিশুয়েল হাতিয়ে নিত লক্ষ লক্ষ টাকা। শাহাদাৎ হোসেন সাজনু এবং গোলাম সারোয়ার হেলালের নামে সময়ে অসময়ে জমি দখল সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো মিশুয়েল ও তার সহকারীরা। আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের কখনো মামা, কখনো চাচা পরিচয় দিয়ে জবর দখল,জুলম,চাঁদাবাজি ও হয়রানি করে বেড়াতো মিশুয়েল। বর্তমানে তার মামা চাচারা পালিয়ে গেলেও মিশুয়েল পালাতে সক্ষম হয়নি। পিট বাচাতেই চলছে তার নানা কৌশল।
যানা যায় আওয়ামী ক্ষমতা চ্যুত্ত হওয়ার পরে কিছুদিন নিরব ভুমিকা পালন করলেও বর্তমানে গোপেনে পিট বাচাতে বি এন পিতে যোগদানের চেষ্টা করে যাচ্ছে নিয়মিত।তাকে বর্তমানে বি এন পির বেশ কিছু নেতা কর্মির সাথে দেখা যায়।তবে তিনি অবশেষে বি এন পি তে যোগদান করতে পারবে কিনা তা এখনো নিশ্চিত করা যায় নি। আওয়ামিলীগের পাতি নেতারও যেখানে আইনের হাত থেকে রক্ষা পাচ্ছেনা, সেখানে মিশুয়েলের মতো একজন পদপ্রাপ্ত নেতা এবং ছাত্র জনতার উপর হামলা কারি হয়েও এখনো দিব্যি ঘুড়ে বেড়াচ্ছে। এমন সন্ত্রাসীদের আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।